করোনা, জানি না তুমি কার ফন্দি,
তোমার কারণেই আজ আমার শহর গৃহবন্দী।
ইতালি হতে শুনতে পাই আর্তনাদের চিৎকার,
দুর্বল এই আমি,নিজেকে দিয়েছি বারবার ধিক্কার।
শুনেছি স্পেনে নাকি তুমি হানা দিয়েছ,
হাজার হাজার প্রাণ তুমি কেড়ে নিয়েছ।
করোনা, জানি না তুমি কার ফন্দি,
তোমার কারণেই আজ আমার শহর গৃহবন্দী।
যে বাতাসে ভেসে
জাগতিক সব মধুর ধ্বনি আমার কানে আসে,
সে বাতাসেই আজ,
তোমার রক্ত হিম করা হাসির আওয়াজ ভাসে।
সেই হাসিতেই হয়তো কারো হাঁপানীর টানটা বাড়ে,
অবসরে চলে যায় তার হৃদপিন্ড চিরতরে।
করোনা, জানি নাহ তুমি কার ফন্দি,
তোমার কারণেই আজ আমার শহর গৃহবন্দী।
বলো আমায়,
কিশোর-কিশোরীরা ছুটির আনন্দের ঘণ্টা আর কি শুনতে পাবে?
কর্মময় ব্যস্ততম দিনের সাথে কি আমার আরেকবার দেখা হবে?
করোনা, জানি নাহ তুমি কার ফন্দি,
তোমার কারণে আজ আমি অনিশ্চয়তায় ভুগি।
Leave a comment