গাড়ির ভিতর থেকে ধাক্কা দিয়ে কখনো গাড়িকে গতিশীল করা যায় না। কারণ, এক্ষেত্রে, গাড়ি এবং আপনি একই বস্তু হিসেবে কাজ করে। যার ফলে আপনার গাড়ির উপর বল প্রয়োগ করলে গাড়িও প্রতিক্রিয়া স্বরূপ আপনার উপর একটা বল প্রয়োগ করে এবং উভয় বল সমান হওয়ায় তা একে উপরকে নাকচ করে দেয়। যার ফলে গাড়ির ভিতর থেকে কখনো গাড়িকে গতিশীল করা যায় নাহ।
Mohammad Mohsin
RegularHi, I am Mohammad Mohsin, studying Civil Engineering at CUET. I like to read and write. I always try to see the seen and know the known from a different angle. Writing is my passion and that's why I started blogging.
Leave a comment