সপ্তম শ্রেণী গণিত অ্যাসাইনমেন্ট উত্তর – Class 7 Math Assignment Answer- all week
সপ্তম শ্রেণী গণিত অ্যাসাইনমেন্ট উত্তর – Class 7 Math Assignment Answer- all week
Read lessSign up and get rewards! Check your Inbox folder to get confirmation mail. Please check Spam folder too.
Please enter your email/username and password to log in. If you have forgotten your login info, Contact Us.
Lost your password? Please enter your email address. You will receive a link, just visit this link and a new password will be mailed. If you do not get the mail, check the spam folder. Still have a problem, Contact us.
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Sorry, you do not have a permission to ask a question, You must login to ask question.
Please briefly explain why you feel this answer should be reported.
Welcome! QnApedia is an open-source social Question And Answer Pedia based on Bangladesh.
QnApedia -তে আপনাকে স্বাগতম! বাংলাদেশের #১ লোকাল প্রশ্ন, উত্তর ও তথ্যের ভান্ডার । প্রশ্ন করুন, উত্তর দিন, ছড়িয়ে দিন আপনার জ্ঞান.
সপ্তম শ্রেণী গণিত অ্যাসাইনমেন্ট উত্তর – Class 7 Math Assignment Answer- all week
সপ্তম শ্রেণী গণিত অ্যাসাইনমেন্ট উত্তর – Class 7 Math Assignment Answer- all week
Read less1. Rewrite the passage using correct form of verbs in the brackets. Dear Masum, Your letter regarding your joyful picnic (come) to me just now as a marvelous one. In your letter you (want) to know about the picnic that we ...Read more
1. Rewrite the passage using correct form of verbs in the brackets.
Dear Masum,
Your letter regarding your joyful picnic (come) to me just now as a marvelous one. In your letter you (want) to know about the picnic that we (enjoy) recently. Now I (write) to you about it. We, the students of class seven (choose) Sonargaon as our picnic spot. We (be) 30 in number. One of
our teachers (be) with us. We reach) there at about 10 a.m. We (enjoy) the day very much. At last we (return) home safely. We never (forget) the day.
Yours ever
Monir
Dear Masum, Your letter regarding your joyful picnic '(a)has come' to me just now as a marvelous one. In your letter you ' (b) wanted' to know about the picnic that we'(c)had enjoyed' recently. Now I '(d)am writing 'to you about it. We, the students of class seven '(e)chose 'Sonargaon as our picnicRead more
Dear Masum,
Your letter regarding your joyful picnic ‘(a)has come’ to me just now as a marvelous one. In your letter you ‘ (b) wanted’ to know about the picnic that we'(c)had enjoyed’ recently. Now I ‘(d)am writing ‘to you about it. We, the students of class seven ‘(e)chose ‘Sonargaon as our picnic spot. We ‘(f)were’ 30 in number. One of our teachers ‘(g)was’ with us. We ‘(h)reached’ there at about 10 a.m. We ‘(i)enjoyed ‘the day very much. At last we ‘(j) returned’ home safely. We ‘(k)will ‘never'(l) forget’ the day.
Yours ever
Monir
See lessষষ্ঠ শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট এর উত্তর : class 6 math assignment answer all week
ষষ্ঠ শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট এর উত্তর : class 6 math assignment answer all week
Read lessষষ্ঠ শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট এর উত্তর : class 6 math assignment answer ষষ্ঠ সপ্তাহের: 6th week solution 5x²-2xy+3y², x²-3xy, -y²+5xy তিনটি বীজগণিতীয় রাশি হলে- ক) প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি এবং কী কী? খ) রাশি তিনটির যােগফল নির্ণয় কর। গ) x=3, y=2 হলে, ১ম রাশি থেকে ৩য় রাশির বিয়ােগফলের মান নিRead more
ষষ্ঠ শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট এর উত্তর : class 6 math assignment answer
ষষ্ঠ সপ্তাহের: 6th week solution
5x²-2xy+3y², x²-3xy, -y²+5xy তিনটি বীজগণিতীয় রাশি হলে-
ক) প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি এবং কী কী?
খ) রাশি তিনটির যােগফল নির্ণয় কর।
গ) x=3, y=2 হলে, ১ম রাশি থেকে ৩য় রাশির বিয়ােগফলের মান নির্ণয় কর।
প্রশ্ন: ০২
∠ABC=৬০°
ক) ∠ABC কে চাঁদার সাহায্যে অংকন কর।
খ) ∠ABC কে সমদ্বিখন্ডিত কর (রুলার ও কম্পাসের সাহায্যে)।
গ) অংকনের চিহ্ন ও বিবরণ দাও।
প্রশ্ন: ০৩
একজন শিক্ষার্থী ৪০ থেকে ৬০ পর্যন্ত সংখ্যাগুলাের মধ্যে নিমের সংখ্যাগুলাে লিখল।
৫০, ৪৫, ৪৮, ৪৯, ৬০, ৫৮, ৫৭, ৪৫, ৪৭, ৪৫, ৪৩, ৪২, ৪৭,
ক) উপাত্তগুলােকে বিন্যস্ত কর।
খ) উপাত্তগুলাের গড় নির্ণয় কর।
গ) উপাত্তগুলাের মধ্যক ও প্রচুরক নির্ণয় কর।
পঞ্চম সপ্তাহের: 5th week solution
প্রশ্ন: ০১
একটি ফলের দোকান থেকে ২৫০ টি ফজলি আম কিনে আনা হলাে। দুইদিন পর ২৫ টি আম পচে গেল এবং একটি আমের দাম ৩০ টাকা।
ক) ২৫ টাকা ৭৫ টাকার শতকরা কত?
খ) শতকরা কতটি আম ভাল আছে?
গ) একটি আম কত টাকায় বিক্রয় করা হলে মােটের উপর ১০% লাভ হবে?
প্রশ্ন: ০২
-15,6,11 তিনটি পূর্ণ সংখ্যা
ক) -15 এবং 6; (6+5) এবং 11 এর মধ্যে > বা < বা = চিহ্ন বসাও।
খ) -(-15) +(-11) +6 এর মান নির্ণয় কর।
গ) সংখ্যা রেখার সাহায্যে -15 ও 6 যােগফল এবং 11 ও 6 এর বিয়ােগফল নির্ণয় কর।
প্রশ্ন: ০৩
+,-,X, চিহ্নের সাহয্যে লেখ:
(ক) X এর সাতগুণ থেকে y এর তিনগুণ বিয়ােগ
(খ) a ও b এর গুণফল এর সাথে c এর আটগুণ যােগ৷
(গ) a ও b এর যােগফলকে X থেকে y এর বিয়ােগফল দ্বারা ভাগ
(ঘ) x কে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে 7 দ্বারা গুণ
(ঙ) একটি সংখ্যার দ্বিগুণ এর সাথে অপর একটি সংখ্যার তিনগুণ যােগ৷
প্রশ্ন: ০৪
একটি খাতার দাম a টাকা ও একটি বইয়ের দাম b টাকা এবং কলমের দাম ৫ টাকা হলে,
(i) পাঁচটি কলম ও তিনটি খাতার দাম কত?
(ii) দশটি বই ও চারটি খাতার দাম কত?
(iii) আটটি খাতা, ছয়টি বই এবং নয়টি কলমের দাম কত?
তৃতীয় সপ্তাহের: 3rd week solution
প্রশ্ন: ০১
১২, ১৫, ২০, ৩৫ চারটি সংখ্যা
ক) সংখ্যাগুলাের ল,সা,গু নির্ণয় কর।
খ) পাঁচ অংকের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলাে দ্বারা নিঃশেষে বিভাজ্য?
গ) চার অংকের কোন বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলাে দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ১০ হবে?
প্রশ্ন: ০২
৩৫ মিটার লম্বা একটি বাঁশের ৭(১/২) মিটার কালাে, ৫(৪/২৫) মিটার লাল এবং ৮(৩/১০) মিটার হলুদ রং করা হলাে।
ক) সরল কর: ৭(১/২)-(৪/৭) এর ৭/৮
খ) বাঁশটির কত অংশ রং করা হয়েছে।
গ) বাঁশটির কত অংশ রং করা বাকি রইল।
প্রশ্ন: ০৩
দুইটি কম্পিউটারের দামের অনুপাত ৩:২। প্রথমটির দাম ৫৫০০০ টাকা হলে,
ক) উদ্দীপকের অনুপাতটিকে ব্যাস্ত অনুপাতে রুপান্তর কর।
খ) দ্বিতীয় কম্পিউটারটির দাম কত?
গ) দ্বিতীয় কম্পিউটারের দাম ২০০০ টাকা বেশি হলে, কম্পিউটার দুইটির দামের অনুপাত কত?
See lessসপ্তম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট/এসাইনমেন্ট/এ্যাসাইনমেন্ট উত্তর : class 7 seven science assignment Answer/Solution
সপ্তম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট/এসাইনমেন্ট/এ্যাসাইনমেন্ট উত্তর : class 7 seven science assignment Answer/Solution
Read lessসপ্তম শ্রেণীর বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর -: class 7 Seven Science assignment answer solution 5th week: পঞ্চম সপ্তাহের প্রশ্ন ১: লাবিব একটি লৌহ দন্ড নিয়ে তার একপ্রান্তে মােমবাতির সাহায্যে উত্তপ্ত করল। কিছুক্ষন পর সে দেখল দন্ডটির অপর প্রান্ত গরম হয়ে গেছে এবং থার্মোমিটারের সাহায্যে মেপে দেখল তাপমাত্রাRead more
সপ্তম শ্রেণীর বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর -: class 7 Seven Science assignment answer solution
5th week: পঞ্চম সপ্তাহের
প্রশ্ন ১: লাবিব একটি লৌহ দন্ড নিয়ে তার একপ্রান্তে মােমবাতির সাহায্যে উত্তপ্ত করল। কিছুক্ষন পর সে দেখল দন্ডটির অপর প্রান্ত গরম হয়ে গেছে এবং থার্মোমিটারের সাহায্যে মেপে দেখল তাপমাত্রা ৫০ ডিগ্রী সেলসিয়াস।
ক) তাপ সঞ্চালন কাকে বলে?
খ) তাপমাত্রা বাড়লে বায়ুমন্ডলের চাপ কমে যায় কেন?
গ) দন্ডের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে নির্ণয় কর।
ঘ) উদ্দীপকের আলােকে বস্তুতে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছে? বিশ্লেষণ কর।
সংক্ষিপ্ত প্রশ্ন:
১। গরম হ্যারিকেনের চিমনিতে ঠাণ্ডা পানি পড়লে চিমনি ফেটে যায় কেন?
4th week: চতুর্থ সপ্তাহের
প্রশ্ন ১: লিথিয়াম, পানি, খাবার লবন, চক, কার্বন, চুন, নাইট্রোজেন, পটাশিয়াম, অক্সিজেন, আয়ােডাইড, লােহা, ক্লোরিন ইত্যাদি কিছু পদার্থ।
খ) অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য লিখ।
ঘ) উল্লেখিত পদার্থগুলাের মধ্যে কাকে সার্বজনীন দ্রাবক বলা হয়? কারণ বিশ্লেষণ কর।
সংক্ষিপ্ত প্রশ্ন :
১। চিনিকে কেন যৌগিক পদার্থ বলা হয়?
3rd week: তৃতীয় সপ্তাহের
প্রশ্ন ১ : পৃথিবীতে অসংখ্য ভাইরাস, ব্যাক্টেরিয়া, ছত্রাক ও এন্টামিবা আছে। এদের সবার গঠন ও বৈশিষ্ট্য এক রকম নয়। এদের মধ্যে প্রকৃতিতে কিছু ভাইরাস ও ব্যাক্টেরিয়া মানুষের উপকার ও অপকার করে থাকে।
ক) এমিবিক আমাশয় কোন অনুজীবের কারণে হয়?
খ) ব্যক্টেরিয়াকে আদি কোষী বলা হয় কেন?
গ) উদ্দীপকের প্রথম অণুজীবটি উদ্ভিদের কোন কোন রােগ সৃষ্টি করে তা ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকের দ্বিতীয় অণুজীবটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর।
See less১২, ১৫, ২০, ৩৫ চার অংকের কোন বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলাে দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ১০ হবে?
১২, ১৫, ২০, ৩৫
চার অংকের কোন বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলাে দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ১০ হবে?
গ.. দ্বিতীয় কম্পিউটারের দাম 2000 টাকা বেশি হলে বর্তমান দাম হবে (36666.67+2000)টা =38666. 67 টাকা প্রথম কম্পিউটারের দাম: দ্বিতীয় কম্পিউটারের দাম=55000: 38666. 67 =55000/38666.67 :1 =1.42 :1 =142/100 : 1 =142 :100 =71:50 সুতরাং কম্পিউটার দুটির দাম এর অনুপাত 71:50 [বিশেষ দ্রষ্টব্য: এই পRead more
গ.. দ্বিতীয় কম্পিউটারের দাম 2000 টাকা
বেশি হলে বর্তমান দাম হবে (36666.67+2000)টা
=38666. 67 টাকা
প্রথম কম্পিউটারের দাম: দ্বিতীয় কম্পিউটারের দাম=55000: 38666. 67
=55000/38666.67 :1
=1.42 :1
=142/100 : 1
=142 :100
=71:50
সুতরাং কম্পিউটার দুটির দাম এর অনুপাত 71:50
[বিশেষ দ্রষ্টব্য: এই প্রশ্নের উত্তর অনেকের অনেক রকম মান আসতে পারে। তবে সবগুলোর ভাগফল একই রকমই আসে। সুতরাং যে যেই ভাবে করলে সেই ভাবেই হবে ]
কারো 165:116
অথবা 10:7 ও আসতে পারে
সবগুলোর ভাগফল মান প্রায় same
See lessRead your English grammar textbook from page no.83—89 and do the activities of Section B (i, ii and iii)
Read your English grammar textbook from page no.83—89 and do the activities of Section B (i, ii and iii)
Read lessA: Have you taken 'an' appointment with Dr. Ehtesham? B: Oh, yes. I have taken 'an' appointment for tomorrow. A: Is 'the' doctor not coming today? B: No, 'The' doctor comes to this hospital thrice a week. A: When should we visit him tomorrow? B: At 6:30 p.m. I hope he will give us 'the' best adviceRead more
A: Have you taken ‘an’ appointment with Dr. Ehtesham?
B: Oh, yes. I have taken ‘an’ appointment for tomorrow.
A: Is ‘the’ doctor not coming today?
B: No, ‘The’ doctor comes to this hospital thrice a week.
A: When should we visit him tomorrow?
B: At 6:30 p.m. I hope he will give us ‘the’ best advice for proper diagnosis.
A: Tomorrow is ‘the’ first day of the week. We have to start for ‘the’ doctor earlier to avoid traffic congestion.
B: We shall reach the hospital before ‘the’ sun sets.
[ ]
S: Good morning, teacher. How are you?
T: Good morning. Can you write ‘a’paragraph on Begum Rokeya?
S: Yes, I can.
T: What was she?
S: She was ‘a’ social worker. She lived in undivided Bengal in the early 20th century
T: She was ‘a’ writer also. She wrote a number of books.
S: Yes, teacher. I can mention the name of ‘a’ book written by her. “Sultana’s Dream” is ‘ the’ book written by her.
T: Where was she from?
S: She was from ‘x’ Rangpur.
[ ]
F: Anupom, what is ‘the’ largest continent?
S: ‘ X’ Asia
F: Give an example of ‘ a ‘ mangrove forest.
S: ‘The’ Sundarbans.
F: Who is Stephen Hawking?
S: He is ‘a’ scientist. He is ‘an’ English.
F: What was the objective of ‘the’ language movement?
S: We demanded ‘x’ Bangla to be declared as the state language.
ইহুদি বংশে তিনজন লােকের কী কী শারীরিক সমস্যা ছিল?
ইহুদি বংশে তিনজন লােকের কী কী শারীরিক সমস্যা ছিল?
Read lessএমন একটি ত্রিভুজ আঁক যার দুইটি বাহু a ও b এবং <B এর বিপরীত বাহ a হয়।
এমন একটি ত্রিভুজ আঁক যার দুইটি বাহু a ও b এবং <B এর বিপরীত বাহ a হয়।
Read lessসপ্তম শ্রেণী গণিত অ্যাসাইনমেন্ট উত্তর: Class 7 math Assignment Answer
১২, ১৫, ২০, ৩৫ চারটি সংখ্যা সংখ্যাগুলাের ল,সা,গু নির্ণয় কর।
১২, ১৫, ২০, ৩৫ চারটি সংখ্যা
সংখ্যাগুলাের ল,সা,গু নির্ণয় কর।
ক. 2|12,15,20,35 '''''''''''''''''''’'''""""''''' 2 |6,15,10,35 "'''''''''''''''''''''''''''' 3|3,15,5,35 """"'''''''''''''''''''' 5| 1,5,5,7 """"''''''''''''''' 1,1,1,7 সুতরাং সংখ্যাগুলির লসাগু,= 2×2×3×5×7 =420
ক.
2|12,15,20,35
”””””””””’’”'””””””’
2 |6,15,10,35
“””””””””””””””
3|3,15,5,35
“”””””””””””””
5| 1,5,5,7
“””””””””””’
1,1,1,7
সুতরাং সংখ্যাগুলির লসাগু,= 2×2×3×5×7
=420
See lessঅষ্টম শ্রেণীর বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর: class 8 eight science assignment answer
অষ্টম শ্রেণীর বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর: class 8 eight science assignment answer
Read lessঅষ্টম শ্রেণীর বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর: class 8 eight science assignment answer 5th week:পঞ্চম সপ্তাহের ১) পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন হয় কেন- ব্যাখ্যা কর। ২) পৃথিবীতে তােমার ভর ৫০ কেজি চাঁদে তােমার ওজন কমে যায় কেন ব্যাখ্যা কর। ৩) একটি চকচকে কাঁচের গ্লাসে কিছু পানি নাও। এবার গ্লাRead more
অষ্টম শ্রেণীর বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর: class 8 eight science assignment answer
5th week:পঞ্চম সপ্তাহের
১) পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন হয় কেন- ব্যাখ্যা কর।
২) পৃথিবীতে তােমার ভর ৫০ কেজি চাঁদে তােমার ওজন কমে যায় কেন ব্যাখ্যা কর।
৩) একটি চকচকে কাঁচের গ্লাসে কিছু পানি নাও। এবার গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দাও। এবার নিচের কাজগুলাে কর।
i) গ্লাসের উপর দিয়ে পাথরটিকে সরাসরি দেখার চেষ্টা কর।
ii) কিছুটা তির্যকভাবে পাথরটিকে দেখার চেষ্টা কর।
iii) গ্লাসে যে পর্যন্ত পানি আছে তার একটু নিচ থেকে দেখার চেষ্টা কর। তিনটি ক্ষেত্রে কী ঘটছে ও কেন ঘটছে? ব্যাখ্যা কর।
3rd week: তৃতীয় সপ্তাহের
ক) কোষ বিভাজন কাকে বলে?
খ) মিয়ােসিস কোষ বিভাজন কে হ্রাস মূলক বিভাজন বলা হয় কেন? ব্যাখ্যা কর।
ঘ) মায়ের উত্তরে বলা বিশেষ প্রক্রিয়াটির গুরুত্ব উদ্ভিদের জীবনে কত খানি-তা বিশ্লেষণ কর।
See less
QnApedia
সপ্তম শ্রেণী গণিত অ্যাসাইনমেন্ট উত্তর - Class 7 Math Assignment Answer- ষষ্ঠ সপ্তাহের: 6th week solution প্রশ্ন: ০১ তােমার গণিত বইয়ের দৈর্ঘ্যের এক চতুর্থাংশ, প্রস্থের এক তৃতীয়াংশ এবং তােমার কলমের দৈর্ঘ্যের অর্ধাংশ পরিমাপ করে, প্রাপ্ত তথ্যগুলাে ব্যবহার করে নিচের প্রশ্নগুলাের উত্তর দাও। (ক) পরিমাপকRead more
সপ্তম শ্রেণী গণিত অ্যাসাইনমেন্ট উত্তর – Class 7 Math Assignment Answer-
ষষ্ঠ সপ্তাহের: 6th week solution
প্রশ্ন: ০১
তােমার গণিত বইয়ের দৈর্ঘ্যের এক চতুর্থাংশ, প্রস্থের এক তৃতীয়াংশ এবং তােমার কলমের দৈর্ঘ্যের অর্ধাংশ পরিমাপ করে, প্রাপ্ত তথ্যগুলাে ব্যবহার করে নিচের প্রশ্নগুলাের উত্তর দাও।
(ক) পরিমাপকৃত বাহুগুলাের দ্বারা ত্রিভুজ অংকন কর।
(খ) দেখাও যে, অংকনকৃত ত্রিভুজের কোণগুলাের মধ্যে বৃহত্তম বাহুর বিপরীত কোণটি বৃহত্তম
(গ) ত্রিভুজটির কোণ তিনটিকে কেটে আলাদা করে এক বিন্দুতে স্থাপন করে দেখাও যে, তিনটি কোণ একত্রে এক সরলকোণ তৈরি করে।
প্রশ্ন: ০২
তােমার ৩০ জন সহপাঠীর উচ্চতা (আসন্ন সেন্টিমিটারের মানে) সংগ্রহ কর এবং তা তােমার খাতায় লিপিবদ্ধ কর।
(ক) উপাত্তগুলােকে মানের ক্রমানুসারে সাজাও।
(খ) সর্বোচ্চ সংখ্যক সহপাঠী কত উচ্চতা বিশিষ্ট তা আয়তলেখের সাহায্যে নির্ণয় কর।
সংক্ষিপ্ত প্রশ্ন:
১। (- p + 6) এর বর্গ কত?
২l p + q = 7 এবং p – q = 3 হলে 2(p² + q²) এর মান কত?
৩। 3a²bc, 5ab²d এবং a³cd² এর ল.সা.গু কত?
৪৷ x³-25x এবং x² + 2x -15 এর গ.সা.গু কত?
৫৷ (a – 3)² – 2 (a – 3 ) (a + 3) + (a + 3)² এর সরল মান কত?
৬। 49x² + 4y² এর সাথে কত যােগ করলে যােগফল পূর্ণবর্গ হবে?
৭৷ x² – 4xy – 9z² + 4y² এর একটি উৎপাদক (x – 2y + 3z) হলে, অপরটি কত?
৮। নিচের কোনগুলাে সঠিক?
(i) (2x + 3y)(2x – 3y) = 4×2- 9y2
(i) ½{(m – n)² + (m+n)²} = m² + n²
(ii) (a + b)² + 4ab = (a – b)²
৯৷ (x – y)² = 29 হলে, (x + y)² এর মান কত?
১০। x² + 5x – 6 এর উৎপাদকে বিশ্লেষণ কত?
১১। 5 (x – 3) = 10 সমীকরণটির মূল কত?
১২। কোন বিধি অনুযায়ী 2x + 3 = 7x -5 কে 7x – 5 = 2x + 3 লিখা যায়?
১৩৷ (- 1, 3 ) বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত?
১৪। কোনাে বিন্দুর ভুজের মান 0 কোন অক্ষ রেখায়?
১৫। কোন সংখ্যা থেকে -6 বিয়ােগ করলে বিয়ােগফল -12 হয়?
১৬। কোনাে সংখ্যার এক চতুর্থাংশ তার এক তৃতীয়াংশ থেকে সংখ্যাটির অংশ কম সংখ্যাটি x হলে, সমীকরণটি কী হবে?
পঞ্চম সপ্তাহ: 5th week
সৃজনশীল প্রশ্ন:
১। কাপড় ব্যবসায়ী আমীন ও সজল যথাক্রমে ৪ ঘন্টায় ৫০ কি: মি: ও ৩½ ঘন্টায় ৫২½ কি: মি: পথ অতিক্রম করে নারায়ণগঞ্জ পৌঁছল। ব্যবসায় তারা ২,২০,০০০ টাকা বিনিয়ােগ করে ১০% লাভ পেল এবং লভ্যাংশ তাদের গতিবেগের অনুপাতে ভাগ হলাে।
(ক) সজলের ঘণ্টায় গতিবেগ নির্ণয় কর।
(খ) আমীন ও সজলের গতিবেগের অনুপাত বের কর।
(গ) আমীন ও সজল প্রত্যেকে কত টাকা লভ্যাংশ পেয়েছে তা নির্ণয় কর।
২। তিনটি বীজগণিতীয় ভগ্নাংশ হলাে a/(a²+a-2), 2/(a³+3a+2), a/(a²-1)
(ক) প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ কর।
(খ) ভগ্নাংশ তিনটির হরের ল. সা.গু. নির্ণয় কর।
(গ) দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যােগফল থেকে প্রথম ভগ্নাংশটি বিয়ােগ করা
সংক্ষিপ্ত প্রশ্ন:
১। ২ মাইল এবং ৩ কিলােমিটারের পার্থক্য কত মিটার?
২। একটি ঘনকের একটি তলের পরিসীমা ১২ মিটার হলে এর আয়তন কত?
৩। একটি গ্লাসে ২৫০ মিলিলিটার পানি ধরে। এরুপ ২৫টি গ্লাসের পানি দ্বারা একটি পানির পাত্র সম্পূর্ণরুপে ভরা যায়। পাত্রটিতে কত লিটার পানি ধরে?
৪। সরকারি ব্যবস্থাপনায় প্রতিদিন ৮ ঘন্টা করে ট্রাকে চাল বিক্রি করা হয়। গড়ে প্রতি ঘন্টায় ২৮০ কেজি ৫০০ গ্রাম চাল বিক্রি করা হলে প্রতিদিন কত মেট্রিক টন চাল বিক্রি করা হয়?
৫। তােমার পড়ার টেবিলের প্রস্থ ২ ফুট এবং দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ। টেবিলটির উপরি তলের ক্ষেত্রফল কত?
৬। জনাব চৌধুরী প্রতিদিন প্রাতঃভ্রমণের জন্য তার আয়তাকার বাগানের চারদিকে চার চক্কর দেন৷ তার বাগানটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং বাগানটির দৈর্ঘ্য ১২০ মিটার। প্রাতঃভ্রমণে তিনি কত কিলােমিটার হাঁটেন?
৭৷ অনু তার খাতায় একটি সামান্তরিক এঁকে মেপে দেখল যে, এর ভূমি ৭.৫ সেন্টিমিটার এবং উচ্চতা ৪.২৫ সেন্টিমিটার। অনুর আঁকা সামান্তরিকটির ক্ষেত্রফল কত?
৮। একটি ত্রিভুজের ভূমি ৬ সেন্টিমিটার ৫০ মিলিমিটার এবং উচ্চতা ৪০০ মিলিমিটার এর ক্ষেত্রফল কত বর্গসেন্টিমিটার?
৯। ৭ কিলােমিটার ৭ সেন্টিমিটার কত মিটার?
১০৷ উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত দূরত্বের কত ভাগের এক ভাগকে এক মিটার বলে?
তৃতীয় সপ্তাহ: 3rd week
(ক) <BAC ও ACE এর মধ্যে সম্পর্ক লিখ।
(খ) দেখাও যে, <BAC +<ABC =<ACD।
(গ) প্রমাণ কর যে,<ABC + <BCE = দুই সমকোণ।
২। একটি ত্রিভুজের দুইটি বাহু a = 3.2 সে:মি:, b = 4.5 সে:মি: এবং ZB = 30°
(ক) <B এর সমান একটি কোণ আঁক।
(খ) একটি ত্রিভুজ আঁক যার দুইবাহু a ও b এবং এদের অন্তর্ভূক্ত কোণ <B এর সমান হয়
(গ) এমন একটি ত্রিভুজ আঁক যার দুইটি বাহু a ও b এবং<B এর বিপরীত বাহ a হয়। সংক্ষিপ্ত প্রশ্ন:
১। সংখ্যার এককের স্থানে কোন্ অঙ্ক থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না?
২। “ক” এর বর্গসংখ্যার একক স্থানে ৬ থাকলে “ক” এর একক স্থানের অঙ্কটি কী কী হতে পারে?
৩। ২৪৩৩৬ সংখ্যাটির বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট ?
৪। ২৪৫ সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন্ মৌলিক সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ বর্গ হবে ?
৫। সারি সংখ্যা এবং সারিতে সৈন্য সংখ্যা সমান রেখে সাজালে ১৮০০ জন সৈন্য থেকে কতজনকে সরিয়ে রাখতে হবে?
৬। x = -2, y = 3 হলে (3x – 2y) থেকে (- 2x – 3y) এর বিয়ােগফলের মান কত?
৭। (7X – 3) এবং (7X + 5) এর গুণফল কত?
৮। 2a2 – 7ab + 6b2 কে 2a – 3b দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?
৯। 2[ 6 – 3{ – 2 (4 – 3)}] এর সরল মান কত?
১০। x – 7×3 + 2X – 11 রাশিটির x এর সহগ থেকে ধ্রুবক পদের বিয়ােগফলের মান কত?
See less